Abhinetry Sangha
Estd. 1952
Regn. No. 20424/081 - SO962654 of 1952-1953 Darpan Unique ID No. WB / 2022 / 0329046 (Abhinetry Sangha is A Historical - Cultural Organization for Flim & Theatre Artists)
Welcome to Abhinetry Sangha

অভাবনীয় ভাবে সিনেমায় নেতৃত্বে দিতে এগিয়ে এলেন কানন দেবী, প্রমোথেশ বড়ুয়া, ছবি বিশ্বাস, পাহাড়ী সান্যাল, কমল মিত্র, সুনন্দা দেবী, কৃঋ চন্দ্র দে, কে এল সাইগল প্রমুখ এবং লাহোর ও পেশোয়ার থেকে এলেন পৃথ্বীরাজ কাপুর ও তাঁর সন্তানগন এবং দিলীপ কুমার। অবশেষে ভারত স্বাধীন হ'ল। এক নতুন স্থিতাবস্থায় পথ চলা শুরু হ'ল টালিগঞ্জের সিনেমা নির্মাণের কাজ। পাশাপাশি এক নতুন জোয়ারে হাতিবাগান পাড়ায় নটকে শিল্পীদের মাতোয়ারা। ছবি বাবু বললেন- অভিনয়কে নেতৃত্বে দিই আমারা শিল্পরা, তাই এই সংগঠনের নামকরন হোক " অভিনেতৃ সংঘ " । ঐ নাম নিয়েই শুরু হ'ল, সিনেমা ও থিয়েটার তারকাদের জোটবদ্ধ সংগঠনের কাজ। অনেক শিল্পীও সাধারণ মানুষেরা জানতেন না যে - ছবি বিশ্বাস শুধু অভিনেতাই ছিলেন না, অভিনয়ের পাশাপাশি তিনি ছবি আঁকাতেও খুবই পারদর্শী ছিলেন। অভিনেতৃ সংঘের লোগো টা ছবি বাবুর আঁকা যা আজও ইতিহাসের সাক্ষর হয়ে আছে।
সংঘের কজে অফিসের খোঁজ শুরু হ'ল - সেটাও সহজেই জোগাড় হ'ল। সালটা ১৯৫০-৫১ , সরকারি রেজিষ্টার করার যাবতীয় কাগজপত্র ও আবেদন জমা পড়লো। ১৯৫২ সালে "অভিনেতৃ সংঘ" সরকারি রেজিষ্ট্রেশনের সিলমোহরে পেলো - এবং এই সংগঠন ভারতের প্রথম সিনেমা ও নাট্য শিল্পীদের সংগঠন, যা আজও অব্যাহত। শুরু হ'ল সংঘের শিল্পীদের সিনেমার শুটিং ও পাশাপাশি নাটকের মহড়া। আছে।
সংঘের মঞ্চস্থ যে সব নাটক উপস্থাপনা হয়েছিল তার মধ্যে জনপ্রিয় নাটক মিশর কুমারী, শাজাহান, চরিত্র হীন, বিজয়া, আলিবাবা, কেদার রাজা, আদর্শ হিন্দু হোটেল, সত্য মারা গেছে, মুক্তির ডাক, দালিয়া, বন্যা, অনধোযুগ, বিদেহী, মুক্তির উপায়, হঠাৎ নবাব, ক্রুশবিদ্ধ কুবা, রাজকুমার, বিশেজুন, ফেরারী ফৌজ, অপুর পৃথিবী, বিল্বমঙ্গল এবং সৌদামিনী সারা বাংলায় প্রদর্শন করে মানুষের আকৃষ্ট অর্জন করে।
সংঘের সব কার্যক্রম পরিচালনা "পঞ্চপাণ্ডব" এর নাম শিল্পী মহলে সবার মুখে মুখে ঘুরতো। ঐ পাঁচজন ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, দিলীপ রায়, অনুপ কুমার, সতীনদ্র ভট্টাচার্য ও শুভেন্দু চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি সামাজিকতার ভাবনাও কম ছিল না অভিনেতৃ সংঘের। ১৯৫৪ সালে ৪ঠা সেপ্টেম্বর মাননীয় মহামান্য রাজ্যপাল মহাশয়ের "যক্ষ্মা আরগ্য নিকেতনের" সাহায্যের হাত বাড়িয়ে " ভেটারেন - বানাম- অভিনেতৃ সংঘের প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলা হয় এবং ঐ সংগৃহীত অর্থ মহামান্য রাজ্যপালের তহবিলে প্রদান করা হয়। দুস্থ শিল্পীদের মেয়ের বিয়ে,সন্তানের লেখা পড়া ও চিকিৎসার বাবদ ও অর্থিক সহায়তা করা হয়েছে। বন্যা ও খরার প্রাকৃতিক বিপর্যয়ে বহুবার সংঘের তারকা শিল্পরা পথে নেমে অর্থ সংগ্ৰহ করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও এখনো সংঘের অনুমোদনের মাধ্যমে বৃদ্ধ ও দুস্থ শিল্পীদের মাসিক ভাতা কেন্দ্রীয় সরকারের প্রাপ্ত হয় - যা আজও অব্যাহত।
সংঘের প্রযোজনায় ১৯৭৫-৭৬ এ অভিনেতা দিলীপ রায়ের পরিচালনায় "অমৃত কুম্ভের সন্ধানে" কাহিনী ঢিত্র মুক্তি পায় এবং রাষ্ট্রিয় পুরস্কার প্রাপ্ত হয় তৎসহ বিদেশের পর্তুগাল থেকে ও পুরস্কৃত হয়। এর দীর্ঘ দিন মাস বছর অতিক্রম হয়ে সিনেমা থিয়েটারে বিবর্তন ঘটেছে, তারই মধ্যে সময়ের সাথে সাথে পরিবর্তন কে মেনে নিয়ে অভিনেতৃ সংঘের পথ এগিয়েই চলেছে। বাংলা সিনেমার সার্ধ শতবর্ষ উপলক্ষে অভিনেতৃ সংঘের আয়োজিত ২০ ২০২২ জুন প্রান পুরুষ চলচ্চিত্রকার শ্রদ্ধেয় হীরা লাল সেনের স্মরণে ও অভিনেতৃ সংঘের ৭০ বছর পুর্তির সদস্যদের মধ্যে এক মিলন মহোৎসবের আয়োজন হয়। ঐ অনুষ্ঠান "কালচক্র" পত্রিকার পুরধা ও সম্পাদক দেবাশীষ সেনগুপ্ত ও মাধবী সেনগুপ্তের পুরভাগের আয়োজনে বিশিষ্ট খ্যাত নামা ব্যক্তি মহাশয় গনের উপস্থিতিতে ঐ মিলন উৎসবের পূর্নতা পায়। পরিসরে আনন্দের বিষয় এটাই যে -বিশ্ব বিখ্যাত জাদুকর পি সি সরকার (জুনিয়র)অভিনেতৃ সংঘের সভাপতি রূপে দায়িত্ব ভার গ্রহণ করেছেন। ওনার দিশায় সংঘের সাংস্কৃতিকের অর এক নতুন ছন্দের রূপে র প্রকাশ ঘটবে আগামীতে।
অনুলিখন : সাধন তালুকদার ও শংকর মিত্র
Our Movie Production
-
Amrita Kumbher Sandhane(1982)
Amrita Kumbher Sandhane is a 1982 Bengali film directed by Dilip Roy. It is based on a story by "Kalkut", pseudonym of Samaresh Basu.
-
70th Years Celebration(2022)
Abhinetri Sangha celebrate 70th years anniversary at Anandapur on 24 April 2022
-
70th Years Celebration(2022)
Abhinetri Sangha celebrate 70th years anniversary at Anandapur on 24 April 2022
Our Theater Production
-
Amrita Kumbher Sandhane(1982)
Amrita Kumbher Sandhane is a 1982 Bengali film directed by Dilip Roy. It is based on a story by "Kalkut", pseudonym of Samaresh Basu.
-
70th Years Celebration(2022)
Abhinetri Sangha celebrate 70th years anniversary at Anandapur on 24 April 2022
-
70th Years Celebration(2022)
Abhinetri Sangha celebrate 70th years anniversary at Anandapur on 24 April 2022